০৫ অক্টোবর ২০২৫, ০৩:৪৬ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৪:০৯ পিএম যুক্তরাষ্ট্রের ইহুদি সম্প্রদায়ের মধ্যে গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের ওপর অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে। দেশটির এক জরিপে দেখা গেছে, অনেকেই ইসরায়েলের কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধ বা গণহত্যার দায়ী মনে করছেন। এই পরিস্থিতি ইসরায়েলের বর্তমান সরকারের প্রতি সমর্থন হ্রাসের ইঙ্গিত দিচ্ছে। রোববার (৫ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে জেরুজালেম পোস্ট জানিয়েছে যে, যুক্তরাষ্ট্রে চলা জরিপে দেখা গেছে, ৬১ শতাংশ ইহুদিবাদী মনে করেন ইসরায়েল গাজা যুদ্ধের সময় যুদ্ধাপরাধ করেছে, আর চার জনের একজন দাবি করেছেন যে দেশটি গণহত্যার জন্য দায়ী। জরিপটি ইসরায়েলের বর্তমান সরকারের কর্মকাণ্ড এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বকে কেন্দ্র করে অসন্তোষের মাত্রা প্রকাশ করছে। জরিপের বিস্তারিত অনুযায়ী, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি অসন্তোষ বিশেষভাবে প্রবল। মোট ৬৮ শতাংশ ইহুদিবাদী নেতানিয়াহুর নেতৃত্বের প্রতি নেতিবাচক মনোভাব...