০৫ অক্টোবর ২০২৫, ০৩:২৮ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৪:১০ পিএম নেপালে গত কয়েক দিন ধরে চলমান ভারী বর্ষণের কারণে দেশটি বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছে। পাহাড়ি এলাকা ও নদী তীরবর্তী অঞ্চলে ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি সড়ক বন্ধ, সেতু ধ্বংস হয়ে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধারকাজ চললেও ঝড়ো বর্ষণ ও উঁচু পানির কারণে তা কঠিন হয়ে পড়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) থেকে অব্যাহত ভারী বৃষ্টিপাতের কারণে পূর্ব ও মধ্য হিমালয় অঞ্চলে বিপর্যয় সৃষ্টি হয়। নেপালের ইলম জেলার পৃথক ভূমিধসে ৩৫ জন নিহত হয়েছেন। বন্যায় ৯ জন নিখোঁজ আছেন এবং বজ্রপাতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ অব্যাহত আছে। সরকারের মতে, বর্ষণের পূর্বাভাসের কারণে সোমবার...