ব্যাপারটি জানাই ছিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে নির্দেশনা ছিল, পাকিস্তানের সঙ্গে যেন হাত না মেলানো হয়। এশিয়া কাপের মতো নারী ওয়ানডে বিশ্বকাপেও তাই দেখা গেছে অভিন্ন চিত্র। টসের পর আজ রোববার (৫ অক্টোবর) হাত মেলাননি ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর ও পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা। নারী ওয়ানডে বিশ্বকাপের মূল আয়োজক ভারত হলেও পাকিস্তান তাদের ম্যাচগুলি খেলবে শ্রীলঙ্কায়। ফলে, আজকের ম্যাচের ভেন্যু কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম। হাইভোল্টেজ ম্যাচটিতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক ফাতিমা। গত মাসে শেষ হওয়া পুরুষদের এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। গ্রুপপর্ব, সুপার...