নিজস্ব প্রতিবেদক : বাজারমূল্যের দিক থেকে নতুন রেকর্ড গড়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন। রোববার মার্কিন বাজারে এর দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ২৪৫ ডলার ৫৭ সেন্ট, যা আগের দামের তুলনায় প্রায় ২.৭ শতাংশ বৃদ্ধি। রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, চলতি বছরের আগস্টের মাঝামাঝি সময়ে বিটকয়েনের দাম সর্বোচ্চ ১ লাখ ২৪ হাজার ৪৮০ ডলারে উঠেছিল। সে সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অনুকূল নীতি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের চাহিদা বাড়ায় দাম ঊর্ধ্বমুখী হয়েছিল। গত শুক্রবার বিটকয়েনের দাম টানা অষ্টম দিনের মতো বাড়ে। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে উত্থান এবং বিটকয়েন এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ)-এ প্রবাহ বৃদ্ধিই মূলত এ বৃদ্ধি বাড়িয়েছে। অন্যদিকে, মার্কিন ডলার বড় মুদ্রার বিপরীতে দুর্বল হয়ে পড়ে এবং বহু সপ্তাহের মধ্যে এর দর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। যুক্তরাষ্ট্রে সম্ভাব্য সরকারি অচলাবস্থার...