ফেনীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে স্কাউট ও গার্লস গাইডদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সিভিল সার্জনের কার্যালয়ের হল রুমে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। জেলা তথ্য অফিসার এসএম আল আমিনের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফয়জুল হক, বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। অনুষ্ঠানে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফি উল্যাহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের ডিডি নাজমুস সাকিব, গণযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তা মনিরুল ইসলাম, ইউনিসেফের কর্মকর্তা আব্দুল জলিল, জেলা স্কাউটের সহসভাপতি সাংবাদিক একেএম আবদুর রহীম ও সেক্রেটারী বেল্লাল আহমদ উপস্থিত ছিলেন। ফেনী জেলা তথ্য অফিসার এসএম আল আমিন আমার...