ইসরায়েলি বিমান হামলায় গাজা শহরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনগুলোর নিচ থেকে একের পর এক লাশ উদ্ধার করছেন ফিলিস্তিনিরা। রোববার (৫ অক্টোবর) সকাল থেকে ফিলিস্তিনিরা হাত ও কোদাল দিয়ে ধ্বংসস্তূপ খুঁড়ে লাশগুলো বের করে আনা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বানের পরও ইসরায়েল শনিবার (৪ অক্টোবর) বিমান হামলা চালায়। এ ঘটনায় ডজনেরও মানুষ নিহত হন। এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। চিকিৎসক ও উদ্ধারকর্মীদের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, শনিবার রাতে গাজা সিটির তুফাহ (আল-তুফাহ) এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত ১৮ জন নিহত হন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। বিস্ফোরণে আশপাশের কয়েকটি ভবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমান হামলায় নিহত হয় ছয় বছরের শিশু আমির শাদি মানসুর। রোববার সকালে তার বাবা শাদি মানসুর জানান,...