আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে বাংলাদেশ। রোববার (৫ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। সিরিজের প্রথম দুই ম্যাচ কঠিন করে জিতেছে বাংলাদেশ। একটা বিষয় স্পষ্ট দুই ম্যাচেই বোলাররা নিজেদের কাজ ঠিকঠাক করলেও ব্যাটাররা ভুগেছেন। বিশেষ করে মিডল অর্ডার নিয়ে খুব একটা স্বস্তিতে নেই টিম ম্যানেজমেন্ট। যেহেতু সিরিজ নিশ্চিত হয়ে গেছে, তাই শেষ ম্যাচে কিছুটা হলেও চাপমুক্ত হয়ে খেলার সুযোগ পাবেন জাকেররা। শারজাহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে। আরও পড়ুনআরও পড়ুনভারতকে ‘ঘোল খাইয়ে ছাড়ার’ পুরস্কার পাচ্ছেন মহসিন নাকভি এই ম্যাচে বাংলাদেশের একাদশ অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি। যেহেতু এই সিরিজের পরই ওয়ানডে সিরিজে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ, তাই গুরুত্বপূর্ণ পেসার তাসকিন আহমেদের বিশ্রামে থাকার সম্ভাবনাই বেশি। এ...