গোল করার পরপরই পায়ের সমস্যা নিয়ে মাঠ ছেড়ে যান কিলিয়ান এমবাপে। ম্যাচ শেষে জানা যায়, অ্যাঙ্কেলের সমস্যায় ভুগছেন তিনি। রেয়াল মাদ্রিদ কোচ শাবি আলোন্সো যদিও এই ফরোয়ার্ডের অবস্থা নিয়ে নিশ্চিত কিছু বলতে পারেননি। সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে ভিয়ারেয়ালের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে রেয়াল। ভিনিসিউস জুনিয়রের জোড়া গোলের পর ৮১তম মিনিটে তৃতীয় গোলটি করেন এমবাপে। ব্রাহিম দিয়াসের পাস পেয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড। ক্লাব ও জাতীয় দলের হয়ে ক্যারিয়ারে সর্বোচ্চ টানা ৯ ম্যাচে গোল করার কীর্তি গড়লেন এই তারকা। তবে দুই মিনিট পরই চোট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন এমবাপে। তার জায়গায় নামেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শাবি আলোন্সো জানালেন, কিছুটা অস্বস্তি আছে এমবাপের। “আমি এটা (এমবাপে ফ্রান্স দলে যোগ দেবে না) বলতে পারি...