ইসরায়েলের গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহু সরকারের নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের অধিকাংশ ইহুদি নাগরিক। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ৬১ শতাংশ মার্কিন ইহুদি বিশ্বাস করেন ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ করেছে, আর প্রতি ১০ জনের চারজন মনে করেন—ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে।এই তথ্য উঠে এসেছে ওয়াশিংটন পোস্টের সর্বশেষ জরিপে।যুক্তরাষ্ট্রের ইহুদি সম্প্রদায় ঐতিহাসিকভাবে ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ও সমর্থক। কিন্তু সাম্প্রতিক এই জরিপ ইঙ্গিত দিচ্ছে—গাজা যুদ্ধ ইসরায়েল-সমর্থক মার্কিন ইহুদিদের মধ্যে এক ‘ঐতিহাসিক বিভাজন’ তৈরি করেছে।২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আক্রমণ চালিয়ে প্রায় ১ হাজার ২০০ জনকে হত্যা করে এবং ২৫০ জনকে জিম্মা করে। এরপর ইসরায়েলের পাল্টা অভিযানে গাজার মানবিক বিপর্যয় ভয়াবহ আকার নেয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, দুই বছরে ইসরায়েলি অভিযানে অন্তত ৬৭ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।...