কিছুটা সুস্থ হয়ে শনিবার (৪ অক্টোবর) আফতাব নগরের ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি। এরপর ফিরে মামলা করেন। এই মামলায় ম্যাক্স অভি ওরফে রিয়াজ অভিকে ৪ নম্বর আসামি করেন। এই মামলায় এক নম্বর আসামি করেছেন আরেক কনটেন্ট ক্রিয়েটর মিথিলাকে। হিরো আলমের দাবি মিথিলা ও ম্যাক্স অভি মিলে হিরো আলমকে মেরে ফেলার চেষ্টা চালিয়েছেন। হিরো আলম গণমাধ্যমকে বলেন, মিথিলা ও তার স্বামী আমাকে মারতে চায়। অন্যদিকে, ম্যাক্স অভিও আমাকেও মারতে চায়। আমাকে মেরে ফেলতে পারলে সে রিয়া মনিকে...