শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি আর) আবরার বলেছেন, আমরা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে চাই, মেধার মূল্যায়ন চাই। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রোববার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আমরা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে চাই, মেধার মূল্যায়ন চাই। এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় প্রকৃত মেধার মূল্যায়ন করতে আমরা অতিরঞ্জিত ফল প্রকাশ না করার নীতি গ্রহণ করেছি। অতিরঞ্জিত ফলাফল আর দেখানো হবে না।’ তিনি জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশে শিক্ষা বিস্তারের নামে হওয়া নানা অনিয়ম, অসঙ্গতি ও দুর্নীতির কথা সবাই অবগত। তারা অপ্রয়োজনীয় শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিল, শিক্ষক নিয়োগে দুর্নীতি করেছে, মানহীন শিক্ষা ফুলিয়ে-ফাঁপিয়ে দেখাতে চটকদার জিপিএ-৫-এর বাহুল্য ছিল। উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের...