টানা ভারী বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে নেপাল। ভয়াবহ এ দুর্যোগের শিকার হয়ে দেশটির বিভিন্ন অঞ্চলে এখন পর্যন্ত ৪৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, নিখোঁজ রয়েছেন আরও ১১ জন। রোববার (৫ অক্টোবর) সংবাদসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। প্রতিবেদন অনুযায়ী, প্রবল বৃষ্টির কারণে বিপৎসীমা অতিক্রম করেছে নেপালের আটটি প্রধান নদীর পানি। এর ফলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে দেশটিতে। ভূমিধসের ঘটনাও ঘটছে বিভিন্ন জায়গায়। এতে আরও অনেক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। নেপাল আর্মড পুলিশ ফোর্সের মুখপাত্র কালিদাস ধাউবোজি জানান, ভারতের সীমান্তবর্তী পূর্বাঞ্চলীয় ইলাম জেলায় পৃথক ভূমিধসে ৩৫ জনের মৃত্যু হয়েছে এবং বজ্রপাতে মৃত্যু হয়েছে ৩ জনের। বন্যায় পূর্বাঞ্চলীয় উদয়পুর জেলায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া বন্যার পানিতে ভেসে যাওয়ায় নিখোঁজ রয়েছে আরও ১১ জন। তাদের...