চীন থেকে ২০টি মিটারগেজ ইঞ্জিন সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। দেড় হাজার কোটি টাকার বেশি মূল্যের এসব ইঞ্জিন পুরোপুরি বিনা পয়সায় বা অনুদান হিসেবে দেবে চীন। এ লক্ষ্যে একটি প্রকল্প প্রস্তাব তৈরি করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী দুই বছরের মধ্যে চীনের অনুদানের ইঞ্জিন পাওয়ার প্রত্যাশা করছে রেলওয়ে। নাটোরে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাটোরে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধাররেলওয়ে সূত্র জানায়, বর্তমানে মিটারগেজ ইঞ্জিনের সংকট চরমে। প্রতিদিনই যাত্রী ও মালবাহী ট্রেনের একাধিক যাত্রা বাতিল করতে হচ্ছে। শুধু গত জুন মাসেই পূর্বাঞ্চলে লোকাল, মেইল, কমিউটার ও মালবাহী মিলিয়ে ৪৩৫টি ট্রেন চলাচল বাতিল হয়। ইঞ্জিনের অভাবে চট্টগ্রাম বন্দরে এক হাজারের...