বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রোববার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহস্রাধিক শিক্ষক। র্যালি শেষে জেলা অডিটোরিয়ামে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম বলেন, “শিক্ষক সমাজ জাতি গঠনের কারিগর। তাদের নিষ্ঠা, প্রজ্ঞা ও আদর্শচর্চার মাধ্যমেই গড়ে ওঠে একটি আলোকিত সমাজ ও উন্নত রাষ্ট্র। আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ নির্মাণে নেতৃত্ব দেবে, আর সেই নেতৃত্ব গঠনে শিক্ষকরা অগ্রণী ভূমিকা পালন করছেন।” জেলা শিক্ষা অফিসার মো. আলমগীর কবীর বলেন, “শিক্ষকদের পেশাগত দক্ষতা...