কক্সবাজারের টেকনাফে মানব পাচারবিরোধী বিশেষ অভিযানে ছয়জন সক্রিয় পাচারকারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর একটি দল শাহপরীরদ্বীপের মিস্ত্রিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক, ২ বিজিবির নেতৃত্বে মানব পাচারবিরোধী এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় স্থানীয় মোছা. শামসুন্নাহার নামের এক নারীর বাড়িতে অবস্থানরত পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। তবে ঘটনাস্থল থেকে ছয়জনকে হাতেনাতে আটক করা সম্ভব হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা জানায়, তারা মিয়ানমার থেকে অবৈধভাবে লোকজন এনে বাংলাদেশে প্রবেশ করায় এবং পরে তাদের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যায়। এছাড়াও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এসব লোকজনকে FDMN (Forcibly Displaced Myanmar Nationals) কার্ড সংগ্রহে সহযোগিতা করে আসছিল বলে তারা স্বীকার করেছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন...