গাজায় যুদ্ধ অবিলম্বে বন্ধ এবং ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি চুক্তি অনুমোদনের দাবিতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে এ দাবিতে চাপ দিতে রাজধানী তেলআবিবের হোস্টেজ স্কয়ারে জড়ো হন হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীরা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে সাপ্তাহিক এই র্যালিতে অংশ নেন। এতে সব শ্রেণী-পেশা ও বয়সের মানুষ উপস্থিত ছিলেন। হামাসের হাতে আটক জিম্মিদের দেশে ফিরিয়ে আনার চুক্তি বাস্তবায়নে সরকারের প্রতি জোরালো আহবান জানান তারা। একইসাথে, নেতানিয়াহুর সদিচ্ছা...