রংপুরের গঙ্গাচড়ায় টানা বৃষ্টির মধ্যে হঠাৎ আঘাত হেনেছে এক অল্প সময় স্থায়ী ঘূর্ণিঝড়। রোববার সকালে উপজেলার আলমবিদিতর ও নোহালী ইউনিয়নে প্রায় ৮ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া আগাম আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে কয়েকজন আহত হয়েছেন, তাদের মধ্যে শিশু শিক্ষার্থীরাও রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে টিনশেড ও আধা-পাকা ঘরবাড়ি এবং গাছ ভেঙে পড়ে। তারা আশঙ্কা প্রকাশ করেছেন, যদি ঝড় বেশি সময় স্থায়ী হত, ক্ষতির পরিমাণ কয়েকগুণ বেশি হতে পারত। উপজেলা আলমবিদিতর ইউনিয়নের কুতুব হাজীরহাটের বাসিন্দা নাজমুল আমিন (৩৫) বলেন, “হঠাৎ ঘূর্ণিঝড়ে আমার পাকা ঘর ভেঙে গেছে।...