ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় গত সপ্তাহে স্কুল ধসে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা। একদিন আগেও এ সংখ্যা ১৬ ছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এখনও নিখোঁজ ২৭ শিক্ষার্থীর সন্ধানে টানা সপ্তম দিনের মতো উদ্ধারকাজ চলছে বলে রোববার ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে। নিখোঁজ এ শিক্ষার্থীদের বেশিরভাগেরই বয়স ১৩ থেকে ১৯ এর মধ্যে। ধ্বংসস্তূপ সরাতে ক্রেন মোতায়েন করা হয়েছে। অনুসন্ধান ও উদ্ধার কাজের ৬০% শেষ হয়েছে, বাকিটুকু সোমবারের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। গত সোমবার রাজধানী জাকার্তার প্রায় ৭৮০ কিলোমিটার পূর্বে সিদোয়ারজো শহরে আল খোজিনি বোর্ডিং স্কুল ধসে পড়ে। কর্মকর্তারা বলছেন, ভবনটির ভিত্তি ছিল দুর্বল এবং এর ওপর আরও একটি তলা নির্মাণের অতিরিক্ত ভার ভবনটি বহন করতে পারেনি। কয়েকদিনের অনুসন্ধানে ধ্বংসস্তূপের...