আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠছে। ইতোমধ্যেই বিএনপির একাধিক নেতা দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়ে সক্রিয় প্রচারণায় নেমেছেন। তবে জামায়াতে ইসলামী তাদের পক্ষ থেকে একক প্রার্থী ঘোষণা করেছে। ইসলামি আন্দোলন বাংলাদেশও প্রার্থী দিয়েছে। ফলে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা ঘিরে নতুন সমীকরণ তৈরি হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নিরসন না হলে জামায়াত সে সুযোগ কাজে লাগাতে পারে। ভোলা-৪ আসন বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গঠিত। চরফ্যাশন ও মনপুরা উপজেলা নিয়ে গঠিত এ আসনে রয়েছে ১টি পৌরসভা, ৫টি থানা ও ২৫টি ইউনিয়ন। মোট ভোটার ৪ লাখ ৬০ হাজার ৯৮৬ জন। ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন দ্বীপ অঞ্চল হওয়ায় এখানকার প্রধান ইস্যু নদীভাঙন, যোগাযোগ অবকাঠামো, স্বাস্থ্যসেবা ও শিক্ষা। ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ এককভাবে আধিপত্য বিস্তার...