আটান্ন বছর বয়সে বাবা হলেন বলিউড অভিনেতা, নির্মাতা-প্রযোজক আরবাজ খান। রবিবার (৫ অক্টোবর) কন্যাসন্তানের জন্ম দেন আরবাজের স্ত্রী শুরা খান। মা ও কন্যা সুস্থ আছেন বলে খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে। একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “বৃহস্পতিবার (৪ অক্টোবর) মুম্বাইয়ের পি. ডি. হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয় শুরা খানকে। রবিবার (৫ অক্টোবর) এ দম্পতির কোলজুড়ে এসেছে একটি কন্যাসন্তান। সালমান খানও পরিবারের সঙ্গে এই খুশির মুহূর্ত উদযাপন করতে পানভেল ফার্মহাউজ থেকে ফিরে আসছেন।”আরো পড়ুন:আমি হৃদয় ভাঙার ভয় নিয়ে বাঁচতে চাই না: বিবেকমাইনাস ১০ ডিগ্রিতে শুটিং, আহত সালমান ২০২৩ সালের ডিসেম্বরে দ্বিতীয় বিয়ে করেন বলিউড অভিনেতা, নির্মাতা-প্রযোজক আরবাজ খান। ৪২ বছর বয়সি হেয়ারস্টাইলিস্ট শুরা খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেতা। আরবাজ খান ও শুরা খানের বয়সের ব্যবধান ১৫ বছর। তা ছাড়া তাদের...