রোহিঙ্গা সংকট বহু বছর ধরেই বিশ্বের ভয়াবহ মানবিক বিপর্যয়ের অন্যতম হিসেবে স্বীকৃত। বাংলাদেশের মতো ছোট উন্নয়নশীল দেশের জন্য এটি সমাজ, অর্থনীতি ও পরিবেশের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। বৈশ্বিক দাতাগোষ্ঠীর বাজেট কমতি, অভ্যুত্থান পরিবর্তী ভঙ্গুর অর্থনীতি, ঋণের বোঝা, রোহিঙ্গা শিবিরে অপরাধ প্রবণতা বৃদ্ধি, কক্সবাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং পরিবেশ নিধন দক্ষিণ পূর্বএশিয়ার ছোট্ট দেশটির উন্নয়নের অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। শত প্রজন্মের আদি নিবাস রাখাইন থেকেই নির্বাসিত রোহিঙ্গা জনগোষ্ঠী। জাতিগত নিধনের নীলনকশা বাস্তবায়ন মায়ানমারের ইতিহাসে একটি কালো অধ্যায়। মায়ানমারের সামরিক বাহিনীর পাশবিক নির্যাতনে ১৯৭৮ সালে দুই লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছিলো, এরপর ১৯৯১ সালে আবার ঢল নামে, সবমিলিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্য মতে ২০১৬ সাল পর্যন্ত তিন লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বসবাস করে আসছিলো । ২০১৭ সালে মায়ানমারের সামরিক বাহিনীর রোহিঙ্গা বিতাড়নের...