ঢাকা: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সতর্ক করে বলেছেন, ভারতের পক্ষ থেকে নতুন করে কোনো আগ্রাসন চালানো হলে তা আরও কঠোরভাবে প্রতিহত করা হবে। শুক্রবার তিনি বলেন, “আবার সংঘাতে জড়ালে ভারতের কবর তাদের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচেই হবে।”আসবির এই কড়া বক্তৃতি এসেছে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সাম্প্রতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে। আরব নিউজের উদ্ধৃতিতে প্রতিরক্ষামন্ত্রী বলেন, গত মে মাসে তীব্র সংঘাতের পর ভারতের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব এখন নিজেদের হারানো মর্যাদা ফিরিয়ে আনার লক্ষ্যে ‘আত্মসম্মান রক্ষার প্রচেষ্টা’ চালাচ্ছে।দ্বিবেদী ওই ভাষণে পাকিস্তানকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিয়েছিলেন—“ইসলামাবাদ যদি বিশ্বের মানচিত্রে থাকতে চায়, তবে সন্ত্রাসে পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে,” এবং মে মাসের সংঘাতে ভারতের যে সংযম দেখা গিয়েছিল, এবার তা থাকবে না বলেও ইঙ্গিত দেন তিনি।ভারতীয় সামরিক সূত্র বলছে, মে ২০২৫-এর সংঘাতে পাকিস্তানের ভেতরে নয়টি...