ভারতের মুম্বাইয়ে অনলাইন গ্রোসারি ডেলিভারি প্রতিষ্ঠান ব্লিঙ্কিট এর এক ডেলিভারি কর্মীর বিরুদ্ধে অস্বাভাবিক স্পর্শের অভিযোগ এনেছেন এক নারী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পর শুরু হয়েছে তীব্র বিতর্ক। ভুক্তভোগী নারী এক্স–এ (পূর্বে টুইটার) একটি ভিডিও শেয়ার করে দাবি করেন, প্যাকেট দেওয়ার সময় ডেলিভারি কর্মী ইচ্ছাকৃতভাবে তার বুকের কাছে হাত দেন। ভিডিওতে দেখা যায়, ব্লিঙ্কিট–এর হলুদ পোশাক পরা এক ব্যক্তি নারীর হাতে প্যাকেট দেন ও কিছু টাকা ফেরত দেন। ঠিক সেই মুহূর্তে তাকে নারীর বুক স্পর্শ করতে দেখা যায়, যা দেখে নারী সঙ্গে সঙ্গে প্যাকেট সামনে ধরে প্রতিক্রিয়া জানান। ওই নারী লিখেছেন, আজ ব্লিঙ্কিট–এর ডেলিভারি কর্মী আমার ঠিকানা জানতে চায় এবং তারপর আমাকে অশোভনভাবে স্পর্শ করে। এটি একদমই গ্রহণযোগ্য নয়। দয়া করে কঠোর ব্যবস্থা নিন। নারীর নিরাপত্তা কি...