বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে নির্বাচন, গণতন্ত্র ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের গোয়েন লুইস বলেন, “আগামী নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে কারিগরি সহায়তা দেওয়া হবে।” তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে দেশের সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, গোয়েন লুইসের মেয়াদ শেষ হওয়ায় এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। তবে আলোচনায় ফেব্রুয়ারিতে সম্ভাব্য নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার পুনরুদ্ধারের লক্ষ্যে জাতিসংঘের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমরা চাই, আসন্ন নির্বাচন গণতান্ত্রিক...