
চলচ্চিত্র নির্মাতা এফ আই মানিক গুরুতর অসুস্থ হলে তাকে রাজধানীর মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল (৪ অক্টোবর) রাতে ৪ ঘণ্টা অপারেশন শেষে তাকে কেবিনে স্থানান্তরিত করা হয়েছে। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন ‘প্রেমের তাজমহল’ খ্যাত পরিচালক গাজী মাহবুব। তিনি বলেন, ‘এখন সুস্থ আছেন মানিক ভাই। কথাও বলছেন। দু-একদিনে মধ্যে বাসায় ফিরে যাবেন। অপারেশনের সময় তার পরিবারের লোকজন ছিল।’ পরিবারের লোকজন দায়িত্ব নিতে চাইলে? এই রকম প্রশ্নে গাজী মাহবুব জাগো নিউজকে বলেন, কাল রাতে মানিক ভাইয়ের তিন বোনসহ পরিবারের অনেকে ছিল। কিন্তু পরিবারের ব্যাপারে আমি এখনো কোনো কিছু্ জানি না। দীর্ঘদিন ধরে হার্নিয়ায় ভুগছিলেন...