গোল করে দলকে জয়ের পথে এগিয়ে দিয়েই মাঠ ছাড়লেন কিলিয়ান এমবাপ্পে। পায়ের চোটে ম্যাচ শেষ করতে পারেননি ফরাসি তারকা।ম্যাচ শেষে রেয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো জানালেন, এমবাপে কিছুটা অস্বস্তি বোধ করছেন, তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। গতকাল রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলের পর ৮১তম মিনিটে তৃতীয় গোলটি করেন এমবাপ্পে। ব্রাহিম দিয়াসের পাস পেয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন তিনি। এ গোলের মধ্য দিয়ে ক্লাব ও জাতীয় দলের হয়ে টানা ৯ ম্যাচে গোল করার নজির গড়েছেন এমবাপে। তবে মাত্র দুই মিনিট পরই অ্যাঙ্কেলের চোটে মাঠ ছাড়তে বাধ্য হন এই ফরোয়ার্ড। তার জায়গায় নামেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমবাপ্পের ব্যাপারে আলোনসো বলেন, ‘আমি...