কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এক সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য নিশ্চিত করে ডিবি জানায়, রোববার রাজধানীর নিকেতন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বি এম মোজাম্মেল হক শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য। গ্রেপ্তার এই আওয়ামী লীগ নেতাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে পুলিশ। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে দেশের বিভিন্ন থানায় অসংখ্য হত্যা মামলা হয়েছে। তবে বিএম মোজাম্মেলকে কোন মামলায় গ্রেপ্তার করা...