০৫ অক্টোবর ২০২৫, ০৪:২১ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৪:২২ পিএম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যৌন হয়রানি, নিপীড়ন, বুলিং ও র্যাগিং প্রতিরোধে গঠিত দুটি পৃথক কমিটি এখন থেকে সক্রিয়ভাবে কাজ করবে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী গঠিত এ দুই কমিটির মাধ্যমে ক্যাম্পাসজুড়ে সচেতনতা ও জবাবদিহিতা জোরদার করা হচ্ছে। রোববার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানানো হয়, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবিরকে আহ্বায়ক করে গঠন করা হয়েছে ‘যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধকল্পে তদন্ত কমিটি’ এবং আইন বিভাগের অধ্যাপক ড. শাহনাজ হুদাকে আহ্বায়ক করে গঠন করা হয়েছে ‘অ্যান্টি বুলিং অ্যান্ড র্যাগিং কমিটি’। প্রো-ভাইস চ্যান্সেলরের (প্রশাসন) অফিস থেকে ইতোমধ্যে সব অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, হল ও হোস্টেলের প্রাধ্যক্ষ ও ওয়ার্ডেন এবং প্রক্টর বরাবর একটি নির্দেশনা পাঠানো হয়েছে। এতে...