০৫ অক্টোবর ২০২৫, ০৪:৪২ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৪:৪২ পিএম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে (চাকসু) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় ছাত্রীসংস্থার বিরুদ্ধে। গত ২ অক্টোবর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে লিখিতভাবে একটি পত্র জমা দিয়েছে চবি ছাত্রদল। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান এতে স্বাক্ষর করেন। তবে অভিযোগ নাকচ করে দিয়েছে ছাত্রী সংস্থার চবি শাখার নেতৃবৃন্দ। ছাত্রদল সাধারণ সম্পাদকের এই অভিযোগপত্রে বলা হয়, “গত ৩০ সেপ্টম্বর তারিখে বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে ছাত্রীসংস্থার নেত্রীরা ফার্স্ট এইড বক্স বিতরণ করেছেন, যাতে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হয়েছে। আমরা আরও অবগত হয়েছি ঐ হলের প্রভোস্ট তাদের সহযোগিতা করেছেন। ঐ হলের প্রভোস্ট নির্বাচন কমিশনের সদস্য হয়েও আচারবিধি লঙ্ঘনে সহযোগিতা করায় উনি নির্বাচনী শপথ ভঙ্গ করেছেন। হল ছাত্রীসংস্থা ও প্রভোস্টের বিরুদ্ধে যথাযথ...