ভারতের সঙ্গে নতুন করে কোনো সামরিক সংঘাত শুরু হলে তা ‘বিপর্যয়কর ধ্বংস’ ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে পাকিস্তান সেনাবাহিনী। শনিবার দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, ভারতের শীর্ষ নেতৃত্বের ‘উসকানিমূলক ও যুদ্ধোন্মত্ত’ বক্তব্য আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করছে। পাকিস্তানের এই প্রতিক্রিয়া আসে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর এক বক্তব্যের পরদিন। তিনি শুক্রবার ইসলামাবাদকে সতর্ক করে বলেন, “পরবর্তী সংঘাতে ভারত এবার সংযম দেখাবে না।” তার দাবি, পাকিস্তানকে সন্ত্রাসবাদে ‘সমর্থন দেওয়া’ বন্ধ করতে হবে, না হলে “বিশ্ব মানচিত্রে টিকে থাকা কঠিন হবে।” এর আগে, বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও কঠোর সুরে বলেন, সির ক্রিক অঞ্চলে পাকিস্তানের কোনো ‘দুঃসাহসী পদক্ষেপ’ হলে তা ‘ইতিহাস ও ভূগোল উভয়ই বদলে দিতে পারে।’ সির ক্রিক হলো ভারতের গুজরাট ও পাকিস্তানের সিন্ধু প্রদেশের মধ্যে অবস্থিত...