বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট অফিসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন করার জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে। রবিবার (৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান রেজিস্ট্রি ডাকের মাধ্যমে নোটিশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠিয়েছেন। নোটিশে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে বাংলাদেশের মিশন, হাইকমিশন ও দূতাবাসগুলোতে রাষ্ট্রপতির ছবি প্রদর্শন না করার নির্দেশ দিয়েছে। এই সিদ্ধান্ত জাতীয় পর্যায়ে উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ রাষ্ট্রপতির ছবি প্রদর্শন বাংলাদেশের দীর্ঘদিনের প্রথা এবং রাষ্ট্রীয় প্রোটোকলের অংশ। বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৪৮(২) অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান এবং সকলের উপরে অগ্রাধিকারপ্রাপ্ত। তাই রাষ্ট্রপতির ছবি অপসারণের নির্দেশ সংবিধানের পরিপন্থী এবং রাষ্ট্রপ্রধানের মর্যাদার অবমাননা হিসেবে গণ্য হবে। নোটিশে আরও বলা হয়েছে, এই কার্যক্রম বিদেশে বাংলাদেশের ভাবমূর্তিকেও ক্ষুণ্ন করেছে। আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি...