পাকিস্তানের ইতিহাস এবং ভূগোল বদলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সম্প্রতি গুজরাটের সামরিক ঘাঁটিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় রাজনাথ সিং বলেন, ভারত সীমান্তে কোনোরকম দুঃসাহস করলে পাকিস্তানের ইতিহাস ও ভূগোল বদলে যেতে পারে। স্যার ক্রিক সংলগ্ন অঞ্চলে পাকিস্তানের সামরিক অবকাঠামো তৈরির চেষ্টা ভারত কোনোভাবেই মেনে নেবে না। রাজনাথ সিংয়ের বক্তব্যের রেশ ধরে পাকিস্তানকে আরও একবার সতর্ক করেছেন ভারতীয় সেনাবাহিনীর চিফ অব আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। পাকিস্তানকে সতর্ক করে তিনি বলেন, পাকিস্তানের যেকোনো ধরনের পদক্ষেপের জবাবে...