বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করতে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএবিসিসিআই) আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে। ভূ-রাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে সৌদি আরবকে বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় বিকল্প বাজার হিসেবে প্রতিষ্ঠা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এ উপলক্ষে ঢাকায় প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বিজনেস সামিটের আয়োজন করা হয়েছে। আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী এই সামিটে সৌদি আরব ও বাংলাদেশের ব্যবসায়ীরা অংশ নিচ্ছেন। রোববার (৫ অক্টোবর) রাজধানীর সিটি ব্যাংক সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি আশরাফলু হক চৌধুরী, সহ-সভাপতি আহমেদ ইউসুফ ওয়ালিদ ও পরিচালক উজমা চৌধুরী। সংবাদ সম্মেলনে এসএবিসিসিআই সভাপতি আশরাফুল হক চৌধুরী জানান, সামিটে দুই দেশের ব্যবসার পণ্য ও...