মানবপাচার রোধে উল্লেখযোগ্য ও টেকসই অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। এর স্বীকৃতি হিসেবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ২০২৫ সালের মানবপাচারবিষয়ক (টিআইপি) প্রতিবেদনে বাংলাদেশকে দ্বিতীয় স্তরে স্থান দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সরকার এখনো মানবপাচার নির্মূলে ন্যূনতম মান পুরোপুরি পূরণ করতে না পারলেও গত বছরের তুলনায় দৃশ্যমান উন্নতি লাভ ও ধারাবাহিক প্রচেষ্টা চালাচ্ছে। এ কারণেই দেশটি এবারও দ্বিতীয় স্তরে অবস্থান ধরে রেখেছে। টিআইপি প্রতিবেদন অনুযায়ী, ভুক্তভোগীদের শনাক্তকরণ, সুরক্ষা এবং আন্তসংস্থা সমন্বয়ের ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। সরকার ২০২৪ সালে এক হাজার ৪৬২ জন মানবপাচারের শিকার ব্যক্তিকে শনাক্ত করে। যাদের মধ্যে ১৪৪ জন যৌনকর্মী হিসেবে, ২৮৫ জন জোরপূর্বক শ্রম দিতে এবং বাকিরা অন্যান্যভাবে পাচারের শিকার হন। আগের প্রতিবেদনে একই সময়ে এ সংখ্যা ছিল এক হাজার ২১০ জন। ভুক্তভোগীদের স্বাস্থ্যসেবা, আশ্রয় ও আইনি সহায়তা...