আফগানিস্তানের বিপক্ষে এর আগে তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। ২০১৮ সালে ভারতে দুই দেশ প্রথম মুখোমুখি হয়। সেখানে ৩-০'তে হোয়াইটওয়াশ হয় টাইগাররা। এরপর ২০২১ সালে তিন ম্যাচের হোম সিরিজ ১-১'এ ড্র করে বাংলাদেশ। তবে ২০২৩ সালে দেশের মাটিতে আফগানদের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের কৃতিত্ব দেখায় টাইগাররা। সিরিজটি ২-০'তে জিতেছিলো সাকিব আল হাসানের দল। এবার নিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে রশিদ খানদের বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জিতলো বাংলাদেশ। শারজায় সিরিজটি ৩-০'তে জয়ের সুযোগ আছে জাকের আলীদের। সেজন্য ব্যাটারদের আরো দায়িত্ব নিয়ে খেলতে হবে। প্রথম ম্যাচে আফগানদের ১৫২ রানের টার্গেট তাড়া করতে নেমে ওপেনিংয়ে ১০৯ রানের জুটি গড়ার পরেও ৯ রানে...