রাজধানীর বনানীতে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে নর্থ সাউথ গ্রুপের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী। চার দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিনে শনিবার দুপুরে গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান দৈনিক এদিন পত্রিকার কার্যালয়ে ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শহিদুল ইসলাম সাজু।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইউসুফ আলী, ডিএমডি মাহাবুব আলম, সিও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুর রহমানসহ গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও অতিথিবৃন্দ।প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে গ্রাহক ও কর্মকর্তাদের জন্য ছিল নানা আয়োজন—মিষ্টিমুখ, কফি আড্ডা, পিঠা উৎসব ও অতিথি আপ্যায়নের বিশেষ ব্যবস্থা। শিশুদের জন্য ছিল গেম জোন এবং প্রাপ্তবয়স্কদের জন্য আকর্ষণীয় পুরস্কারসহ র্যাফেল ড্র। চার দিনব্যাপী এ উৎসব চলবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত।অনুষ্ঠানে বক্তারা বলেন, মাত্র চার বছরের পথচলায় নর্থ সাউথ গ্রুপ গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। রাজনৈতিক...