চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ৭ কোটি ৪২ লাখ সাড়ে ৬২ হাজার টাকার ছয়টি ফ্ল্যাট ক্রোক করার আদেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী রুকমীলা জামান, ভাই-বোনের নামে চট্টগ্রামের আগ্রাবাদের একটি মার্কেট, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার একটি ভবনও ক্রোক করতে বলা হয়েছে। তাদের মালিকানাধীন কয়েকটি প্রতিষ্ঠানের স্থাবর সম্পদও ক্রোক করার আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ রোববার এই আদেশ দেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন। যেসব সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়েছে, সেগুলো হল-কালুরঘাট শিল্প এলাকার আরামিট পিএলসি এবং এর অবকাঠামো ও যন্ত্রপাতি, আরামিট সিমেন্ট লিমিটেডের অবকাঠামো ও যন্ত্রপাতি, আরামিট থাই অ্যালুমিনিয়াম এবং এর অবকাঠামো ও যন্ত্রপাতি, আরামিট ফুটওয়্যার লিমিটেডের অবকাঠামো ও যন্ত্রপাতি, আরামিট পাওয়ার লিমিটেডের অবকাঠামো ও যন্ত্রপাতি,...