দুটি ম্যাচ খেলে এরই মধ্যে আফগানিস্তানের বিপক্ষে সিরিজও জিতে গেছে বাংলাদেশ। আজ রাতে শারজায় খেলতে নামবে আনুষ্ঠানিকতার শেষ ম্যাচ। অথচ ওই দলেই থাকা সৌম্য সরকার ম্যাচ খেলছেন সিলেটে। ভিসা না পাওয়ায় বাধ্য হয়েই ঢাকা ছেড়ে সিলেটে ফিরে এসেছেন তিনি। তিনটি ম্যাচ মিস করার পর আজ আবার খুলনার হয়ে ঢাকার বিপক্ষে খেলতে নেমে করেন ১৯ বলে ২৪ রান। তাতে ঢাকাকে ১৮৭ রানের লক্ষ্য দেয় খুলনা। সৌম্য আসলে সিলেটে রয়ে গেছেন সংযুক্ত আরব আমিরাতে যেতে না পারায়। ভিসা জটিলতায় মধ্যপ্রাচ্যের দেশটিতে যেতে পারেননি বাংলাদেশের হয়ে ৮৭টি টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার। বিসিবি থেকে দেরিতে ভিসার আবেদন করায় সাড়া দেয়নি ঢাকাস্থ আরব আমিরাত দূতাবাস। এ কারণেই গত ডিসেম্বরের পর থেকে বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষায় থাকা সৌম্য আফগানিস্তান সিরিজেও খেলতে পারছেন না। এ নিয়ে বিসিবি...