গত ২৫ সেপ্টেম্বর এশিয়া কাপের সেমিফাইনালের ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপরীতে মাঠে নামে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের ১৩৫ রানের টার্গেটে মাত্র ১১ রানের ব্যবধানে ১২৪ করে ঘরে ফেরে বাংলাদেশ। ম্যাচটিতে তাওহিদ হৃদয় ১০ বলে মাত্র ৫ রান করে অপ্রত্যাশিতভাবে ক্যাচ আউট হন। এর প্রেক্ষিতে, ক্রিকেটপ্রেমীরা ক্ষুব্ধ হয়ে তাওহিদ হৃদয়ের বাড়িতে আগুন দিয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি ভিডিও প্রচার করা হয়েছে। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ক্রিকেটার তাওহিদ হৃদয়ের বাড়িতে অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি। এছাড়াও আলোচিত অগ্নিসংযোগের ভিডিওর সাথে তাওহিদ হৃদয়ের কোনো যোগসূত্র নেই। প্রকৃতপক্ষে, নোয়াখালীর হাতিয়া উপজেলার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর বাড়িতে অগ্নিসংযোগের পুরোনো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। তাওহিদ হৃদয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড়। তার পারফরমেন্সের জন্যে যদি তার...