রোববার (৫ অক্টোবর) ভোরে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওই দম্পতিকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- রোহিঙ্গা নাগরিক আইয়ুব (৩৭) ও তার স্ত্রী। রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান। লে. কর্নেল আশিকুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (৪ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে অভিযান শুরু হয়। তল্লাশির সময় বিশেষ প্রশিক্ষিত কুকুরের (ডগ স্কোয়াড) সহায়তায় রাজমিস্ত্রি পরিচয়ের আড়ালে থাকা এই দম্পতির ভাড়া বাসার ভেতর লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আশিকুর রহমান আরও জানান, আইয়ুব মূলত জাদিমোড়া এফডিএমএন ক্যাম্পের সদস্য হলেও...