উদ্বেগজনক একটি তথ্য হচ্ছে, মোটরসাইকেল দুর্ঘটনা বাড়ছে। শুধু সেপ্টেম্বরে ১৫১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৪৩ জন নিহত হয়েছেন। মোট দুর্ঘটনার ৩৪ শতাংশই মোটরসাইকেলসংক্রান্ত। একদিকে তরুণদের বেপরোয়া চালানো, অন্যদিকে হেলমেটবিহীন যাত্রা, ট্রাফিক আইন অমান্য করাÑসব মিলিয়ে মোটরসাইকেল আজ মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই দুর্ঘটনাগুলো কি কেবল দুর্ঘটনা, নাকি নিয়মতান্ত্রিক ব্যর্থতার ধারাবাহিকতা? দীর্ঘদিন ধরেই সরকার, প্রশাসন ও নাগরিক সমাজ সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। নিরাপদ সড়ক আন্দোলন, আইন সংশোধন, ট্রাফিক সপ্তাহ, নতুন হেলমেট নীতিÑসবই হয়েছে। প্রশ্ন হচ্ছে, এসবের বাস্তবায়ন কি হয়েছে। সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে ত্রুটিপূর্ণ যানবাহন ও দুর্বল সড়ক অবকাঠামো। চালকদের বেপরোয়া মানসিকতা ও অদক্ষতা, মাদকাসক্ত বা মানসিকভাবে অসুস্থ চালক, মহাসড়কে ধীরগতির যান চলাচল, তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালানো প্রভৃতি কারণে ঘটছে সড়ক দুর্ঘটনা। অর্থনৈতিক উন্নয়নের সাথে যদি মানুষের জীবন নিরাপত্তা...