কোম্পানির সেলসম্যান হারুন অর রশীদ বলেন, কৃষি পণ্য নিয়ে কৃষকদের কষ্ট করতে হয়। বাজারজাত করতে সমস্যা হয়। বাজার যে দাম পায় তাতে খরচ পড়ে তাদের তেমন লাভ থাকে না। খরচ বাড়ে। বাগান থেকে পাইকারদের বহন করতে খরচ বেড়ে যায়। ন্যায্য মূল পায় না। সুভ্রা মাংসাং (৪০) কৃষি কাজ করেন। তারমতে যাতায়াত করতে সমস্যা হয়। গরু বাচুর গাড়ি নিয়ে চলতে সমস্যা হয়। তিনি পাকা করণের দাবি জানান। কুড়াগাছা ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার অর্চনা নকরেক বলেন, এ দুই তিন কিলোমিটার সড়ক পাকা হলে কষ্ট কমে যাবে। ধনবাড়ি থেকে দোখলা চাঁদপুর হয়ে সরিষাবাড়ি জামালপুর পর্যন্ত যাতায়াত করা যাবে। কষ্ট কমে যাবে। দুরত্ব কমে আসবে বলে জানালেন তিনি। মধুপুর উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম ভুঁইয়া বলেন, আপাতত বরাদ্দ নেই। বরাদ্দ পেলে তখন সড়কটি পাকা কারণের...