০৫ অক্টোবর ২০২৫, ০৪:৩৬ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৪:৩৬ পিএম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে রাজধানীর নিকেতন এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (৫ অক্টোবর) সকালে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। ডিবি সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যক্রম পরিচালনা ও উসকানিমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেফতারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ডিবি কর্মকর্তারা জানান, এ ঘটনায় বিস্তারিত জানাতে শিগগিরই সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। কুয়াকাটায় অস্বাস্থ্যকর খাবার ও অনিয়মে ৪ হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা জুলাই সনদ বাস্তবায়নে অনিশ্চয়তা সৃষ্টি করলে আরেকটি অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়বে:...