০৫ অক্টোবর ২০২৫, ০৪:৩৯ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৪:৩৯ পিএম সম্প্রতি ভাইরাল হয়েছে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে নিয়ে গুলতেকিন খানের একটি পোস্ট। সেই পোস্টে শোবিজের অনেকেই লেখকের প্রাক্তন স্ত্রীর যন্ত্রণায় সমব্যাথী। এদিকে গুলতেকিনের পোস্ট আলোচনার জন্ম দিতেই হুমায়ূনপুত্র নুহাশ হুমায়ূন একটি পোস্টে লিখেছেন, ‘আপনি একজন শিল্পী বা সৃজনশীল মানুষকে তাঁর কাজের জন্য ভালোবাসতে পারেন। আবার এটাও বলতে পারেন যে ব্যক্তিগত জীবনে তিনি ত্রুটিপূর্ণ ছিলেন বা আছেন। এই দুটোই সত্য হতে পারে।’ তিনি আরও লেখেন, ‘মানুষ জটিল এবং ত্রুটিপূর্ণ (ঠিক আপনার প্রিয় উপন্যাসের সেরা চরিত্রগুলোর মতো)। কেউ কেউ লক্ষ লক্ষ মানুষকে আনন্দ দেন, তবুও নিজেদের কাছের মানুষদের আঘাত করেন।’ সবশেষ তিনি লিখেছেন, ‘এর সমাধান এই নয় যে, যে কষ্ট পেলো সে চুপ থাকবে। আবার, এর সমাধান এটাও নয় যে,...