০৫ অক্টোবর ২০২৫, ০৪:৪৬ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৪:৪৬ পিএম বরগুনার বামনায় রবিবার (৫ অক্টেবর) অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে বামনা থানা পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় উপজেলার ডৌয়াতলা খানবাড়ী সংলগ্ন বামনা-পাথরঘাটা মহাসড়ক থেকে অজ্ঞাত যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন একটি মরা দেহ স্থানীয়রা রাস্তায় পড়ে থাকতে দেখে ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ আবু ছালেহ হাওলাদারকে জানায়। (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সাথে সাথে বিষয়টি বামনা থানার অফিসার ইনচার্জকে অবগত করেন। সংবাদ পেয়ে বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ হাওলাদার এর নেতৃত্বে এস আই মোঃ সানাউল্লাহসহ সংঙ্গিয় ফোর্স ঘটনাস্থল পৌছে লাশটি উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক( (৩০) বছর। এ ব্যপারে বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশীদ হাওলাদার বলেন, সংবাদ পেয়ে আমিসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশ...