আমিনুল ইসলাম বুলবুলের এক চিঠি নিয়ে কত জল ঘোলা হলো। যা গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। এতদিন চুপ থাকলেও এই বিষয়ে মুখ খুলেছেন বুলবুল। মিরপুরে আজ রোববার (৫ অক্টোবর) সংবাদ সম্মেলনে চিঠির ব্যাপারে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। বুলবুল বলেন, ‘আমার একটা চিঠির বিরুদ্ধে একটা রিট হয়েছিল এবং সেই রিটটার কারণ ছিল যে, আমি একজন ক্রিকেট বোর্ডের সভাপতি হয়ে কেনো চিঠি দিয়েছি। সেই চিঠিতে কিন্তু স্পষ্ট বলা ছিল যে, এই ইলেকশনের তিনটি গুরুত্বপূর্ণ জায়গা আছে। একটা হচ্ছে, জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থা। এটার সভাপতি সাধারণত জেলা প্রশাসক হয়ে থাকেন। তিনি সই করবেন। জেলা ক্রীড়া সংস্থা যেহেতু নেই এখন, একটা অ্যাডহক কমিটির মধ্যে আছে। কাউন্সিলর হতে হলে অ্যাডহক কমিটির মধ্যে একজন ক্রিকেটার হতে হবে বা ক্রিকেট সংশ্লিষ্ট সংগঠক হতে হবে।’ বুলবুল...