গত ১৩ দিনে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশ থেকে ১৪৫ টন ইলিশ রপ্তানি হয়েছে। পশ্চিমবঙ্গের মাছ আমদানিকারকরা বলছেন, এবারই ভারতে বাংলাদেশের ইলিশ রপ্তানি সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা জানান, বাংলাদেশ সরকার ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিলেও গত ১৭ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বেনাপোল ও আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে ১৪৪ টন ৪৮৯ কেজি ইলিশ প্রবেশ করেছে। এর মধ্যে ত্রিপুরায় গেছে ৩৯ টন ২৭৫ কেজি ইলিশ আর বেনাপোল দিয়ে পশ্চিমবঙ্গে এসেছে ১০৫ টন ২১৪ কেজি। ৫ অক্টোবরের মধ্যে রপ্তানি শেষ করার কথা থাকলেও ৪ অক্টোবর রাত থেকে রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। শারদীয় দুর্গোৎসবের সময় পাঁচ দিন সব বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় ইলিশ আমদানির জন্য মাত্র ১৩ দিন সময় পাওয়া যায়। পশ্চিমবঙ্গ ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক...