
আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ একটা ব্রণ চোখে পড়ল। অনেকেই তখনই অস্থির হয়ে পড়েন, ‘চেপে ফাটিয়ে ফেলি!’ ভাবনাটা যতটা স্বাভাবিক মনে হয়, পরিণতি হতে পারে ততটাই ভয়াবহ। বিশেষজ্ঞরা বলছেন, মুখের বিশেষ অংশে ব্রণ ফাটালে সেটি সরাসরি মস্তিষ্কে সংক্রমণ ছড়াতে পারে, এমনকি হতে পারে প্যারালাইসিসও!আমেরিকান হলিস্টিক প্লাস্টিক সার্জন ড. অ্যান্থনি ইউন সতর্ক করে বলেছেন, ‘দুই ভ্রুর মাঝের ব্রণ কখনোই ফাটানো উচিত নয়। কারণ, এটি এমন এক জায়গা যেখানে দেহের গুরুত্বপূর্ণ স্নায়ু ও রক্তনালির সংযোগ রয়েছে, যা সরাসরি মস্তিষ্কের সঙ্গে যুক্ত।’‘ডেঞ্জার জোন’ বা মৃত্যুর ত্রিভুজবিশেষজ্ঞদের মতে, মুখের উপরের ঠোঁট থেকে নাক পর্যন্ত যে ত্রিভুজাকার অংশ, সেটিই হলো ‘ডেঞ্জার জোন’। এই অঞ্চলের শিরাগুলো ক্যাভারনাস সাইনাস নামের একটি রক্তনালির মাধ্যমে সরাসরি মস্তিষ্কের সঙ্গে যুক্ত থাকে। ফলে এই অংশে থাকা ব্রণ বা ফুসকুড়ি হাত দিয়ে চেপে...