নিজস্ব প্রতিবেদক : সাত বছর ধরে এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট পূর্ববর্তী ব্যবস্থাপনার মাধ্যমে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত প্রায় ৮ হাজার ৩৪০ জন অদক্ষ ও অর্ধশিক্ষিত কর্মীর জন্য দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (আইবিবিএল), প্রতি বছর ১৫০০ কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতির মুখে পড়েছে। তদন্তে জানা গেছে, কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বা আনুষ্ঠানিক পরীক্ষা ছাড়াই মোটা অংকের অর্থের বিনিময়ে পানের দোকানদার, গৃহকর্মী, অটোরিকশা চালক, রাজমিস্ত্রির সহকারী ও রংমিস্ত্রীসহ বিভিন্ন পেশার ব্যক্তিদের এই বিশাল সংখ্যক নিয়োগ দেওয়া হয়েছিল। এ কারণে গত সাত বছরে ব্যাংকটির মোট ক্ষতি ১০ হাজার কোটি টাকারও বেশি হয়েছে। ব্যাংক থেকে এক লাখ কোটি টাকারও বেশি লোপাটের অভিযোগ পাওয়া গেছে, যা ব্যাংকের ভবিষ্যৎ আর্থিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। ব্যাংকিং বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, ইসলামী ব্যাংকের এই অবৈধ নিয়োগ...