লিওনেল মেসির জাদু যেন থামছেই না। তিনটি দৃষ্টিনন্দন অ্যাসিস্ট আর জর্ডি আলবার দুর্দান্ত জোড়া গোলে ইন্টার মায়ামি বাংলাদেশ সময় আজ রোববার সকালে নিউ ইংল্যান্ড রেভলিউশনকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে। এই ম্যাচের পর চলতি মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়াল ২৪, আর অ্যাসিস্ট ১৭। অর্থাৎ মোট ৪১টি গোল ও অবদান। যা মেজর লিগ সকার (এমএলএস) ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৯ সালে লস অ্যাঞ্জেলেস এফসির কার্লোস ভেলা করেছিলেন ৪৯টি (৩৪ গোল, ১৫ অ্যাসিস্ট)।আরো পড়ুন:মেসির জোড়া গোলে মায়ামির জয়মায়ামিতেই থাকছেন মেসি, নতুন চুক্তি চূড়ান্ত এই জয়ে মায়ামি ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে। তাদের পয়েন্ট এখন ৫৯। দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাটির চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে তারা। আবার সমান ব্যবধানে এগিয়ে রয়েছে শার্লট ও নিউইয়র্ক সিটি এফসির চেয়ে। এদিকে ফিলাডেলফিয়া ইউনিয়ন ইতোমধ্যেই কনফারেন্সের শীর্ষ দল...